কলকাতা ব্যুরো: মুম্বাই পাড়ি দেওয়ার পরে শেষ কবে একটানা এতদিন তিনি কলকাতায় রাতে ঘুমিয়েছেন, তা হয়তো নিজেও মনে করে বলতে পারবেন না। সেই মিঠুন চক্রবর্তী দলবদল করে মাস দেড়েক আগে বিজেপিতে যাওয়ার পরে উত্তর কলকাতায় বোনের বাড়ির ঠিকানায় ভোটার হয়ে গেলেন। আর সেই ঠিকানা থেকেই এদিন বেলগাছিয়া এলাকায় সকালে ভোট দিয়ে গেলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়। এদিকে সকালে তিনি স্থানীয় বুথে ভোট দিয়ে বেরিয়ে তার বক্তব্য, এত ভালো ভোট বহু বছর এরাজ্যে হয়নি।
উত্তর কলকাতার রকে আড্ডা দেওয়া নকশালিস্মে প্রথম জীবনে জড়িয়ে পরেন মিঠুন। পরবর্তীতে সুভাষ চক্রবর্তীর অনুপ্রেরণায় সিপিএমের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান। পরবর্তীতে তিনি তৃণমূলে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ হন। আর মাত্র মাস দুয়েক আগে তিনি পদ্ম শিবিরে নাম লেখান। এতদিন তিনি মুম্বাই থেকেই তার এ রাজ্যের রাজনৈতিক কর্মকান্ডে শুয়ে থাকলেও এবার একেবারে বাংলার ভোটার হয়েই বিজেপির প্রতি তার দায় বদ্ধতা জানো প্রমাণ করলেন ডিসকো ডানসার। ফলে এবার তার বিজেপিকে সমর্থন করে প্রচারের সঙ্গেই একেবারে ভোটার হয়ে যাওয়ার মধ্যে রহস্য কতটা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
এবছর বিধানসভা ভোটে নরেন্দ্র মোদির অন্যতম নক্ষত্র প্রচারক ছিলেন মহাগুরু মিঠুন। তিনি যেখানেই গিয়েছেন ভিড় ভেঙে পরেছে সেখানে। এমনকি নির্বাচন কমিশন প্রচারে লাগাম দেওয়ার পরেও মিঠুন মালদার বৈষ্ণবনগর গিয়ে কয়েক হাজার লোক জড়ো করে করোনা বিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ ওঠায় পুলিশ এফআইআর করে। তার পরেও অবশ্য মিঠুন বিজেপির প্রচার চালিয়েছেন।
এতদিন পরে আবার তিনি কলকাতার ভোটার হয়ে আগামী বিধানসভার ফল বেরোনোর পর নতুন কোন অংকে তিনি ভেসে উঠবে কিনা সেই জল্পনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।