কলকাতা ব্যুরো: দেশের বিরোধী দলগুলোর সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বুধবার এক ভার্চুয়াল বৈঠক করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। সেই বৈঠকেই নিট, জয়েন্ট পরীক্ষা সহ রাজ্যগুলিকে জিএসটির প্রাপ্য অংশ না দেওয়া নিয়ে এককাট্টা হলেন বিরোধীরা। আর বিরোধিতার সুর অনেকটাই বেঁধে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত সনিয়ার ডাকা এদিনের বৈঠকে মধ্যমণি হয়ে উঠেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
রাজস্থান, পাঞ্জাব, ছত্তিশগড় এবং পুদুচেরির কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ থাকরে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও, অন্য কাজ থাকায় তারা ছিলেন না এদিনের বৈঠকে।
নিট, জয়েন্ট সময় মতোই করতে হবে বলে সম্প্রতি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এবিষয়ে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এদিনের বৈঠকে তিনি বলেন, এখনো ট্রেন চালু হয়নি। ছাত্র ছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে যাবে কি ভাবে? তারা এক উদ্বেগে থাকবে। তাদের নিরাপত্তার কথা ভাবছে না কেন্দ্র।
কিন্তু সুপ্রিম কোর্টের রায় নিয়ে কেন্দ্রকে দোষারোপ কেন ? মমতা বলেন, কেন্দ্রের হাতে অনেক পথ ছিলো। তারা পরীক্ষা আপাতত স্থগিত রাখার আবেদন ও জানায়নি আদালতে। এই বিষয়ে বিরোধী দলগুলিকে একযোগে আবেদন জানানোর আবেদনও জানান তিনি। তোলেন জিএসটির পাওনা রাজ্যকে না মেটানোর প্রসঙ্গও। হেমন্ত সরেন সহ বাকিরাও সমর্থন করেন মমতার বক্তব্যকে। সনিয়া বলেন, জিএসটি -র প্রাপ্য রাজ্যগুলিকে না দেওয়া রাজ্যগুলোর সঙ্গে বিশ্বাসঘাতকতা।
এদিনের বৈঠক থেকে কেন্দ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে বিরোধী ঐক্য জোরদার করার ওপর জোর দেওয়া হয়।