কলকাতা ব্যুরো: বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি কমলেও মুম্বাইয়ে দুর্যোগ পুরোপুরি কাটার লক্ষণ নেই। নতুন করে বৃষ্টির আশঙ্কার কথা শুনিয়ে রাখলো হাওয়া অফিস। তবে আপাতত টানা চারদিন বৃষ্টি ও সাইক্লোনে বিধ্বস্ত মুম্বাইকে এখন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা চ্যালেঞ্জ প্রশাসনের।
এ দিন তুমুল বৃষ্টিতে বহু জায়গায় পাকা বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। গাছ পরে যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা। কোলাবা, বান্দ্রা, জুহু সহ আশপাশের বহু নিচু এলাকা প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়েছে। দক্ষিণ মুম্বাইয়ের ক্ষতি বেশি বলে প্রাথমিক ভাবে মনে করছে প্রশাসন।
এর আগে ২০০৫ সালে ব্যাপক বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মুম্বাইয়ে। এবার নাগাড়ে বৃষ্টি তার থেকেও কোনো এলাকায় বেশি ক্ষতি করেছে বলে মত প্রশাসনের অভিজ্ঞদের। সিন্ধুদুর্গ, রত্নগিরি, কোলাপুর, পুণে সহ কয়েকটি জেলায় নদীর জল বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।