কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা স্থানান্তর হবে কি না সে ব্যাপারে সুপ্রিম কোর্টের রায় কবে হবে সে দিকেই আগ্রহ এখন সবপক্ষের। ইতিমধ্যে মুম্বাই পুলিশ, বিহার সরকার, সিবিআই, রেহা চক্রবর্তী ও মৃত সুশান্তের পরিবার লিখিতভাবে তাঁদের বক্তব্য সুপ্রিম কোর্টে জমা দিয়েছে।
আবার এই মামলা নিয়ে সুশান্ত সিংয়ের পরিবারকে বৃহস্পতিবার ‘উপদেশ’ দিয়ে তার প্রবল সমালোচনা হওয়ায় এ দিন নতুন করে মুখ খোলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউথ। শুক্রবার তিনি নিজের কথার ব্যাখ্যা দিয়ে বলেন, গতকাল সুশান্তের পরিবারকে আমি শুধু ধৈর্য রাখতে বলেছিলাম। এটা কোনো হুঁশিয়ারি নয়। এটা কি হুমকি? মুম্বাই পুলিশের কাজে ভরসা রাখার কথা ওঁদের বলেছিলাম। সাফাই উদ্ভব ঠাকরের ঘনিষ্ঠ সেনার। তাঁর বক্তব্য, মুম্বাই পুলিশ যদি না পারে তখন সিবিআইয়ের কাছে যেতেই পারে পরিবার।
শিবসেনা মুখপাত্র মুম্বাই পুলিশের ঢাল হিসেবে লড়ে গেলেও তিনি নিজের ত্রুটি ঢাকতেই আজ আবার মুখ খুললেন কি না সে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর তাঁর যুক্তির পাল্টা, কেন ঘটনার দু’মাস পরেও মুম্বাই পুলিশ এফআইআর করলো না তা নিয়ে প্রশ্ন তুলেই তদন্ত নিয়ে বাণিজ্য নগরীর পুলিশের ভূমিকা নস্যাৎ করছে সুশান্তের পরিবার।