কলকাতা ব্যুরো: দূর সম্পর্কের জামাইয়ের বাঁশের আঘাতে মৃত্যু হল বিশ্বনাথ দাসের। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানা এলাকায় ইয়াজপুর দাসপাড়ায় দুদিন আগে বিশ্বনাথকে সামান্য গোলমালের জেরে বাঁশের বাড়ি মারে তাঁর জামাই। গুরুতর আহত অবস্থায় তাকে কলকাতায় এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার রাতে তিনি মারা যান।
প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, ভালো ভাবে কথা বলতে পারতেন না বিশ্বনাথ। পুলিশের অনুমান, পুরোনো কোনো রাগের থেকে গোলমালে এই ঘটনা। পুলিশ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে।