কলকাতা ব্যুরো : জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ করা হলো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহাকে। বুধবার রাতে ওই পদ থেকে ইস্তফা দেন জি জি মুর্মু। ৫ আগষ্ট ছিল জম্মু কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার বর্ষপূর্তি। কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার পর জি জি মুর্মু কে উপত্যকার লেফটেন্যান্ট গভর্নর পদে নিয়োগ করা হয়। কিন্তু জি জি মুর্মু ওই পদ থেকে ইস্তফা দেবার পর বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে মনোজ সিনহাকে ওই দায়িত্ব দেওয়া হয়। মনোজ সিনহা জানান, এটি খুবই বড় দায়িত্ব। তবে আজই তিনি কাশ্মীর যাচ্ছেন না।
২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত নরেন্দ্র মোদী সরকারের টেলিকম মন্ত্রী ছিলেন মনোজ সিনহা। এবার মনোজ সিনহাকে দায়িত্বে এনে জম্মু কাশ্মীরের রাজনৈতিক কাজকর্ম শুরু করার চেষ্টা করবে কেন্দ্র সরকার। এমনই মত অনেক রাজনৈতিক বিশ্লেষকদের। উপত্যকায় এখনও বিধানসভা নির্বাচন বাকি। সেদিকেই নজর দেবে এখন কেন্দ্র। মনোজ সিনহাকে এই পদে এনে সেই কাজই ত্বরান্বিত করতে চাইছে কেন্দ্র সরকার।