কলকাতা ব্যুরো : কোরোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন এগরা বিধানসভার তৃণমূল বিধায়ক সমরেশ দাস। ভোর ৪ টে নাগাদ কলকাতার এক বেসরকারি নার্সিং হোম এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সত্তরুর্ধ সমরেশবাবুর হাঁপানি সহ কমোরবিডিটি ছিল বলে জানা গেছে। দলের বিধায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর।
এর আগে তৃণমূলের আরেক বিধায়ক তমোনাস ঘোষ করোনা আক্রান্ত হয়ে মারা যান। মালদার ইংলিশ বাজারের বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী করোনা আক্রান্ত হয়েছেন।
Previous Articleআজকের সোনা – রুপোর দর
Next Article ধুন্ধুমার বিশ্বভারতীতে
Related Posts
Add A Comment