কলকাতা ব্যুরো: ২৬ নভেম্বর সারাদেশে সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটে সামিল হচ্ছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার এই সংস্থার তরফে জানানো হয়েছে, শ্রমিক বিরোধী যে সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র তার প্রতিবাদে, ওই ধর্মঘটে অংশ নেবেন ব্যাংক কর্মীরা। ফলে প্রায় চার লক্ষ ব্যাংক কর্মচারী ওইদিন ধর্মঘটে সামিল হবেন।
যদিও একমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এর কর্মীরা এই আন্দোলনে অংশ নিচ্ছে না। ব্যাংকের কর্মীদের এই ধর্মঘটে শামিল হওয়ার কারণ, ব্যাংক বেসরকারিকরণের প্রতিবাদ, আউটসোর্সিং এর প্রতিবাদ, ঠিকা কর্মী নিয়োগের প্রতিবাদ এবং বড় কর্পোরেট সংস্থাগুলি ব্যাংক ঋণ শোধ করতে না পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি।

এদিকে সারাদেশের সঙ্গে এরাজ্যেও ২৬ নভেম্বর ধর্মঘটের আহ্বানে বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করা হয়। জেলায় জেলায় মিছিল করেন কংগ্রেস এবং বামফ্রন্টের সমর্থকরা। যাদবপুরে বামেদের ছাত্র সংগঠনের তরফ থেকেও বিক্ষোভে সামিল হোন পড়ুয়ারা।

Share.
Leave A Reply

Exit mobile version