কলকাতা ব্যুরো: আগামী ৫ ডিসেম্বর সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণ সভা আয়োজন করছে তার পরিবার। ওইদিন রবীন্দ্রসদনে তার স্মরণসভার আয়োজন করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। ১৬ নভেম্বর মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার তার পরিবারের তরফে শ্রাদ্ধশান্তি কাজ হয়। তারপরে পরিবার জানায়, রবীন্দ্র সদনে স্মরণসভা আয়োজনের কথা।
এদিকে বরাবরের বামপন্থী সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর এদিন তার বাড়িতে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এদিন তাদের নিয়ে গিয়ে বাড়িতে বসিয়ে কথাবার্তা বলে সৌমিত্রর পরিবার। বেশ কিছুক্ষণ বিমান বাবুরা ওই বাড়িতে ছিলেন।


সৌমিত্র চট্টোপাধ্যায় বেলভিউ হাসপাতালে মৃত্যুর পরেই তার যাবতীয় কাজকর্মের দায়িত্ব নেয় রাজ্য সরকার। হাসপাতাল থেকে তার দেহ গল্ফ গ্রিনের বাড়ি হয়ে টালিগঞ্জ স্টুডিও পাড়া ঘুরে রবীন্দ্র সদনে ছুঁয়ে কেওড়াতলা শ্মশানে যাওয়া পর্যন্ত গোটা বিষয়টি তদারক করেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ও আমলারা। এমনকি দেহ দাহ হওয়া পর্যন্ত শ্মশানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ওইদিন রবীন্দ্র সদন থেকে তার দেহ নিয়ে কেওড়াতলা শ্মশানে পৌঁছানো পর্যন্ত শোক যাত্রায় হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। যদিও অগণিত সৌমিত্র ভক্তদের সঙ্গে সেই শোক যাত্রায় হাঁটেন অশীতিপর বিমান বসুও।

Share.
Leave A Reply

Exit mobile version