কলকাতা ব্যুরো: কলকাতা মেডিক্যাল কলেজে আবার করোনা মৃতদেহ বিপত্তি। কোভিডে মৃতের দেহের প্রতি অসম্মানের অভিযোগ।
জানা গিয়েছে, করোনায় মৃত একজনের দেহ মেডিক্যাল কলেজের কর্মীদের অসাবধানতায় ট্রলি থেকে পড়ে যায়। দেহ কালো প্লাস্টিকে মুড়ে দেহ মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে মেডিক্যাল কলেজ চত্বরে দেহ ট্রলি থেকে পড়ে যায়। অস্বস্তি এড়াতে স্বাস্থ্যকর্মীরা আবার টেনে হিঁচড়ে দেহটি ট্রলিতে তুলে মর্গে নিয়ে যান।
এব্যাপারে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। ইতিপূর্বে গড়িয়া শ্মশানে দেহের প্রতি অসম্মানের অভিযোগে রাজ্য-রাজনীতি উত্তাল হয়েছিল। দেহ টানাহ্যাঁচড়া করার অভিযোগে সরকারের কাছে কৈফিয়ত চেয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর।