কলকাতা ব্যুরো: রাস্তায় ইট, বালি, স্টোন চিপস পড়ে থাকা শহর এলাকার একটি পরিচিত অসুখ। এবার তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে পাঁচ জেলার সরকারি কাজের পর্যালোচনা করেন তিনি। সেখানেই এই বিষয়টি দেখতে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরকে নির্দেশ দেন তিনি।

মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেন, এটা চলতে পারে না। এর ফলে মানুষের যাতায়াতে যেমন অসুবিধা হচ্ছে, তেমনই রাস্তাগুলিও নষ্ট হয়ে যাচ্ছে। এই ব্যবস্থা বন্ধের নগরোন্নয়ন দপ্তরকে কড়া পদক্ষেপ করতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share.
Leave A Reply

Exit mobile version