কলকাতা ব্যুরো: কলকাতা সহ রাজ্যে এখনো পর্যন্ত ৫ হাজারের বেশি পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। দেখা যাচ্ছে, তাদের অনেকেই সংক্রামিত হয়েছেন ব্যারাক থেকেই। এই পরিস্থিতিতে মঙ্গলবারের বৈঠকে কলকাতা এবং জেলাগুলোর ব্যারাকে থাকা পুলিশ কর্মীর চাপ কমাতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনকে তাঁর নির্দেশ, ব্যারাকের থাকা পুলিশের সংখ্যা কমান। প্রয়োজনে বড় বড় বাড়ি ভাড়া নিয়ে সেখানে তাঁদের রাখার ব্যবস্থা করুন। একসঙ্গে থাকা থেকেই সংক্রমণ বাড়ছে।

প্রসঙ্গত, রাজ্যে এখনো পর্যন্ত যে ৫ হাজারের বেশি পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন, তার মধ্যে শুধু কলকাতাতেই রয়েছেন প্রায় বাইশশো। কলকাতায় তাদের মধ্যে ৯ জনের মৃত্যুও হয়েছে।

১ সেপ্টেম্বর পুলিশ দিবস উপলক্ষ্যে সেদিন আরো কিছু ঘোষণার ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Share.
Leave A Reply

Exit mobile version