কলকাতা ব্যুরো: কোভিড যোদ্ধাদের বীমার সময়ের মেয়াদ বাড়ালো রাজ্য সরকার। চিকিৎসক, নার্স, ,সাফাই কর্মী, পুলিশ, সাংবাদিকের মতো সামনে দাঁড়িয়ে যাঁরা করোনার মধ্যেও কাজ করে যাচ্ছে, তাঁদের জন্য বীমা করেছে রাজ্য সরকার।

প্রথম সারির কোভিড যোদ্ধা হিসেবে যারা কাজ করছেন রাজ্য সরকার তাদের বীমার সময়সীমা সেপ্টেম্বর থেকে বেরিয়ে নভেম্বর করার সিদ্ধান্ত নিয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে প্রশাসনিক বৈঠকে বলেন, কোনও যোদ্ধার করোনায় মৃত্যু হলে আগামী নভেম্বর মাস পর্যন্ত তার পরিবার এই বীমার আওতায় ক্ষতিপূরণ পাবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্যসচিবকে নির্দেশ দেন তিনি।

করোনা যোদ্ধা হিসেবে সংক্রমিত হয়ে মৃত্যু হলে তার পরিবারকে এককালীন দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ওই বীমায়। পাশাপাশি মৃতের পরিবারের একজনের চাকরি দেওয়ার জন্য নতুন করে বিজ্ঞপ্তিও জারি করেছে সরকার।

Share.
Leave A Reply

Exit mobile version