কলকাতা ব্যুরো: এই শনিবার লকডাউন হবে না। মুখ্যমন্ত্রী বললেন, শনিবার বকরি ঈদ আছে। এই বুধবারের পরের রবি ও বুধবার ৪৮ ঘণ্টা লকডাউন। তারপরের সপ্তাহে হবে শনি ও রবিবার। তারপর থেকে প্রতি সপ্তাহে শনি ও রবিতে চলবে ৩১ অগস্ট পর্যন্ত। ১৫ অগস্ট শনিবার হলেও লকডাউন হবে না। হবে ১৬ ও ১৭ অগস্ট। কাল, বুধবারের পর রাজ্যে কমপ্লিট লকডাউন হবে রবি ও বুধবার। মানে ২ ও ৫ অগস্ট। তারপর ৮ ও ৯ অগস্ট। এরপর ১৬ ও ১৭ অগস্ট। তারপর থেকে প্রতি সপ্তাহে শনি ও রবিবার কমপ্লিট লকডাউন।
Previous Articleকলকাতার পুলিশকর্মী মৃত করোনায়
Next Article স্কুল-কলেজ খুলতে পারে ৫ সেপ্টেম্বর
Related Posts
Add A Comment