কলকাতা ব্যুরো: রবিবার রাতে বারোটা নাগাদ দক্ষিণ কলকাতার রাস্তায় দাঁড়িয়ে থাকা এক যুবককে লোহার রড দিয়ে মেরে টাকা, মোবাইল ছিনতাই করে এক দুষ্কৃতী। রাসবিহারী এভিনিউ ও প্রতাপাদিত্য রোডের মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করার সময় তারাতলার বাসিন্দা অজয়ের উপর হামলা করে দুষ্কৃতী।
রক্তাক্ত অবস্থায় অজয় প্রসাদ নামে ওই যুবককে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। রাতেই পুলিশ রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে ও সোর্স মারফৎ খবর পেয়ে কালীঘাট এলাকার একটি ভবঘুরেদের রাত কাটানোর শিবির থেকে ওই দুস্কৃতিকে আটক করে। তার কাছ থেকে ছিনতাই করা দু’হাজার টাকা, মোবাইল ফোন ও খোয়া যাওয়া পরিচয় পত্র উদ্ধার হয়। সোনারপুরের বাসিন্দা অভিযুক্ত অজয় গায়েন দুষ্কর্মের জন্য রাতে ওই এলাকায় ওত পেতে থাকতো। তাকে গ্রেপ্তার করে আজ কোর্টে পাঠাচ্ছে পুলিশ।