কলকাতা বুড়ো: কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের বৈধতা রয়েছে বলে জানিয়ে দিল হাইকোর্ট। বোর্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হওয়া দুটি মামলাই খারিজ হলো এর ফলে। শরদ সিং এবং বিজেপি রাজ্য সহ সভাপতি প্রতাপ ব্যানার্জি মামলা করেছিলেন।
রাজ্যের যুক্তি ছিল, অতিমারি পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়ার জন্য এই সিদ্ধান্ত সরকারের। মামলাকারীদের বক্তব্য ছিল, বিজ্ঞপ্তি দিয়ে নয়,অর্ডিনেন্স এনে বোর্ড গড়ার সিদ্ধান্ত নিতে হতো। এদিন রায়ে অর্ডিন্যান্স আনার প্রয়োজনীয়তা নেই জানাল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ।
তবে কলকাতা পুরসভায় দ্রুত নির্বাচন করার পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট।