কলকাতা ব্যুরো: রাজ্য জয়েন্ট এর ফলপ্রকাশ হলো আজ। প্রথম হয়েছেন উত্তর দিনাজপুর এর সৌরোদীপ দাস। দ্বিতীয় , দুর্গাপুরের শুভম ঘোষ ও তৃতীয় স্থানাধিকারী ঢাকুরিয়ার শ্রীমন্তী দে।
সবমিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮,৮০০ জন। পরীক্ষা দেন ৭৩, ১১৯ জন। অর্থাৎ ৮২ শতাংশ। রাঙ্ক পয়েছেন ৭২২৯৮ জন। এ বছর ২ ফেব্রুযারি পরীক্ষা হয়েছিল। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২১৯ টি। সামনের সপ্তাহ থেকে কাউন্সিলিং শুরু হবে।
এই বছর কাউন্সিলিং প্রক্রিয়ার পুনর্গঠন করা হয়েছে। এই বছর সরকারি ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি কলেজ ১০ টি। আসন সংখ্যা ২০৫৩। বেসরকারি ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি কলেজ ৮৬ টি। আসন সংখ্যা ২৮৪৯৩ টি। সরকারী বিশ্ববিদ্যালয় ও বিভাগ ১১ টি। আসন সংখ্যা ২২৮৩ টি। বেসরকারি বিশ্ববিদ্যালয় ৯ টি। আসনসংখ্যা ২০৬২ টি। মোট ১১৬ টি প্রতিষ্ঠান ও আসনসংখ্যা ৩৪৮৯১।
২ ফেব্রুয়ারি পরীক্ষা হলেও করোনা পরিস্থিতির জন্য এ বছর ফল প্রকাশ এ দেরি হয়। ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক এর ফল প্রকাশ হয়েছে। www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in এই দুটি ওয়েবসাইট থেকে রাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন ছাত্র ছাত্রীরা।
প্রথম স্থানাধিকারী সৌরদীপ দাস দেওঘর রামকৃষ্ণ মিশন এর ছাত্র। দ্বিতীয় শুভম ঘোষ দুর্গাপুরের দি এ ভি মডেল স্কুলের ছাত্র। মেয়েদের মধ্যে প্রথম শ্রীমন্তী দে ডিপিএস রুবি পার্ক এর পড়ুয়া।