কলকাতা ব্যুরো: আইপিএল চূড়ান্ত। ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল ক্রিকেট শুরু হবে। চলবে ৫৩ দিন। আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষ হল কিছুক্ষণ আগে। সিদ্ধান্ত হয়েছে, ১০ নভেম্বর পর্যন্ত উইক ডে-তে খেলা চলবে। সরকারের অনুমোদন পেলেই আইপিএলের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস সবার আগে অনুশীলন করতে দুবাইয়ে যাবে। স্পনসরারদের তালিকায় যে চিনা সংস্থাগুলো ছিল, সেগুলিকে রেখে দেওয়া হয়েছে। জল্পনা ছিল, গালওয়ান সংঘাতের পরিপ্রেক্ষিতে চিনা স্পনসরারদের বাদ দেওয়া হতে পারে।
Previous Articleআইপিএলে থাকছে চিন
Next Article কেন প্রাণ হারাতে হল বিষ্ণুকে
Related Posts
Add A Comment