দ্রুত, কম খরচে জানা যাবে করনার ফল
কলকাতা ব্যুরো: দ্রুত এবং কম খরচে এখন থেকে জানা যাবে করোনা পরীক্ষার ফল। আই আই টি খড়গপুরের দুই বাঙালি গবেষক অধ্যাপক অরিন্দম মণ্ডল এবং অধ্যাপক সুমন চক্রবর্তী দাবি করেছেন এমনি একটি যন্ত্র তারা খড়গপূর আই আই টি থেকে আবিষ্কার করেছেন। প্রতি টেস্ট এর জন্য চারশো টাকারও কম খরচ বলে দাবি করেন তারা। এই যন্ত্রের মাধ্যমে একশো শতাংশ নিখুঁত এবং বিপুসংখ্যক পরীক্ষা করা যাবে বলে দাবি তাদের। মাত্র একঘন্টার মধ্যেই ফলাফল জানা যাবে। খারাগপুর এর এই যন্ত্রের দাম ২০০০ টাকার মধ্যে। চাহিদা এবং উৎপাদন বাড়লে দাম ও কমবে বলে মত আই আই টি র।