কলকাতা ব্যুরো : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র অনুরোধে উত্তর কোরিয়াকে ১০ লক্ষ ডলার মূল্যের চিকিৎসা সামগ্রি পাঠাল ভারত। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এমন খবরই মিলেছে। রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে, উত্তর কোরিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে ভারত চিনকেও বার্তা দিতে চেয়েছে।
২০১৮ সাল থেকেই ভারত কিম জং উনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। সে বছরই ভারতের বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহকে উত্তর কোরিয়ায় পাঠানো হয়। আবারও একবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ভারত। সম্প্রতি যক্ষ্মা সংক্রান্ত একটি অনুষ্ঠানে হু-র অনুরোধে সাড়া দিয়ে এগিয়ে আসে ভারত। এরপরই এই সিদ্ধান্ত। কূটনৈতিক মহলের মতে, এটা আসলে উত্তর কোরিয়ার বন্ধু দেশ চিনকে গালওয়ান পরবর্তী সময়ে বার্তা দেওয়া।
Previous Articleকাজিরাঙায় ব্যাঘ্র শাবকের জন্ম
Next Article অন্ডালে দামোদরে তলিয়ে নিখোঁজ চার
Related Posts
Add A Comment