কলকাতা ব্যুরো: ভারতেও ভ্যাকসিন সাফল্য। প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল সফল ভারতীয় ভ্যাকসিনের। হায়দ্রাবাদের ওষুধ নির্মাতা সংস্থা বায়োটেকের প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল সাফল্যের সঙ্গে উতরে গিয়েছে বলে অল ইন্ডিয়া মেডিক্যাল কাউন্সিল বা এইমস।
চিকিৎসা বিজ্ঞানে দেশের এই সর্বোচ্চ নিয়ামক সংস্থার তত্ত্বাবধানে করোনা টিকা আবিষ্কারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার এইমস জানালো, নাগপুরে ৫০ জনের ওপর এই হিউম্যান ট্রায়াল হয়েছে। তার ফলাফল সন্তোষজনক। ভ্যাকসিন প্রয়োগে কারও পার্শপ্রতিক্রিয়া হয়নি। কো-ভ্যাকসিন নামের এই করোনা টিকার দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। এর ফলে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে ভারতীয় ভ্যাকসিন উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিল। ইতিমধ্যে রাশিয়া ভ্যাকসিন আবিষ্কার করেছে বলে দাবি করেছে।
বিশ্বে রাশিয়াই এই ভ্যাকসিন প্রথম আবিষ্কারের দাবিদার। কিন্তু ওই ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়াল এখনও বাকি। ভারতে মাত্র প্রথম পর্যায়ের ট্রায়ালে সাফল্য এলেও বিশ্বে দ্বিতীয় দেশ হিসেবে করোনা টিকা আবিষ্কারের কৃতিত্ব দাবি করতে পারে।