কলকাতা ব্যুরো : গালওয়ান কাণ্ডের পর থেকে চিন যে ভাবে ভারতের বন্ধু দেশ গুলিকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। বিশেষত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতির চেষ্টা করছে তাতে ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীলার বাংলাদেশ সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তার বাংলাদেশ সফর নিয়েও শ্রীলা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এমনকি বাংলাদেশ ও ভারতের সম্পর্কের শীতলতা বা অসস্তি নিয়ে জল্পনার মাঝে ঢাকায় দুই পররাষ্ট্র সচিবদের এক বৈঠক থেকে বলা হয় , এ ধরনের আলোচনা ঠিক নয়। এমনকি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে পাশে বসিয়ে শ্রীলা জানান দু দেশের মধ্যে এখন যে কোন সময়ের তুলনায় ভালো সম্পর্ক রয়েছে। তিনি এটিকে সোনালী অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন।
বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ বিদেশসচিব এর সঙ্গে দেখা করে শ্রীলা জানান ভারতের তৈরি কোরোনা প্রতিষেধক অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হবে বাংলাদেশকে। তিনি জানান ভ্যাকসিন তৈরির তালিকায় ভারত শীর্ষে। বিশ্বের ৬০ শতাংশ ভ্যাকসিন ভারতে তৈরি হয়। কোরোনা ভ্যাকসিন তৈরির পর বন্ধু দেশকে তা দিতে কোনো কার্পণ্য করবে না ভারত। বাংলাদেশ ও যে কোনো রকম ট্রায়ালের ক্ষেত্রে ভারতকে সহযোগিতা করবে বলে জানিয়েছে ।
কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মহল যে ভারতের আচরণে খুশী নয়ে সেটাও জানা গেছে তিস্তা চুক্তি ও রোহিঙ্গা প্রসঙ্গে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ ভারতের কাঙ্খিত সমর্থন পায় নি। ভারতের আচরণে শ্রীলঙ্কা ও নেপাল ও ভারতের দিকে ঝুঁকছে। এমন পরিস্থিতিতে ভারতের বিদেশ সচিবের বাংলাদেশ সফর ও সেখানকার প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে দেখা করা যে দাবার ছক সাজানো সে আর বলার অপেক্ষা রাখে না।