ইয়াসের দাপটে শুধু মানব জীবন নয়, বিপন্ন পক্ষীকুলও। বুধবার সমুদ্র উপকুলে প্রলয়ে দলছুট এক সামুদ্রিক ঈগলকে দেখা গেল শিল্পাঞ্চলে। আসানসোলের আকাশে তখন কালো ঘন মেঘ। ঝিরিঝিরি বৃষ্টির সাথে ঝোড়ো দমকা হাওয়া। ভক্ত ও নন্দু দুই পোষ্যের আওয়াজে টি,ভি, ছেড়ে বাগানে গিয়ে দেখি বাঁশের বেড়ার উপরে বসে ভীত সন্ত্রস্থ অচেনা এক পাখী। যা শিল্পাঞ্চলে কখনোই দেখিনি। পাখীটিকে ক্যামেরা বন্দী করতে না করতেই আমার দুই পোষ্যের চিৎকারে গায়ের বৃষ্টির জল ঝেড়ে পাখীটি উড়ে গেল কোনো অজানা অস্থায়ী ঠিকানার উদ্দ্যেশে। হয়তো বা বাড়ী ফেরার হারানো পথের খোঁজে ।

Share.
Leave A Reply

Exit mobile version