কলকাতা ব্যুরো: শুক্রবার আগাম ঘোষণা মত মুখ্যমন্ত্রী আকাশপথে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে পরিস্থিতি খতিয়ে দেখার খবর ছিল। বৃহস্পতিবার খবর এলো, আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে কলাইকুন্ডায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই দুর্যোগ নিয়ে বৈঠক করবেন। এদিন নিজেই সেকথা নবান্নে জানান মুখ্যমন্ত্রী।
শুক্রবার এ রাজ্যের সঙ্গেই উড়িষ্যায় দুর্যোগ কবলিত জেলাগুলি আকাশপথে দেখবেন প্রধানমন্ত্রী। ফলে গতবার আম্পান পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী আকাশপথে সফর করলেও, এবার তা হচ্ছে কিনা সে ব্যাপারে সংশয় রয়েছে। কারণ মুখ্যমন্ত্রী শুক্র ও শনিবার দুই জেলা সফরের সঙ্গেই প্রশাসনিক বৈঠক করবেন দীঘায়। প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সেই সময় হবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। যদিও প্রটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী রাজ্যে এলে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর সেই সফরে থাকার রীতি। কিন্তু এখানে তা হবে কিনা সেটা স্পষ্ট নয়।


প্রধানমন্ত্রী এ রাজ্যে আকাশপথে ঘুরে দেখার পর কলাই কুন্ডায় মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করবেন। পরে ওড়িশার ক্ষেত্রে ভুবনেশ্বরে গিয়ে তিনি রিভিউ মিটিং করবেন। ক্ষতিগ্রস্ত এলাকা নিয়ে তার আর্থিক সাহায্য করার সুযোগ রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সঙ্গেই বালেশ্বর, ভদ্রক প্রধানমন্ত্রীর দেখার কথা।
দুর্যোগ আসার আগের দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠক হয়। সেখানে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা সরকারকে কেন্দ্র আগাম দুর্যোগ মোকাবিলায় আগাম ৬০০ কোটি করে দিলেও এ রাজ্য সরকারকে ৪০০ কোটি টাকা দেয়। যা নিয়ে বৈঠকের পর এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী কি ভাবে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন, একসঙ্গে সেটাই দেখার।

দিল্লির খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী উড়িষ্যার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দেখে পূর্ব মেদিনীপুর কলাইকুন্ডা আসবেন। সেখানে মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করে তিনি দিল্লির উড়ান ধরবেন। ফলে এ রাজ্যে তার সফর সেইভাবে হচ্ছে না।

Share.
Leave A Reply

Exit mobile version