কলকাতা ব্যুরো: প্রবল বৃষ্টিতে ভেঙে পড়লো দোতলা বাড়ির একাংশ। বৃহস্পতিবার সকালে বেলেঘাটা মেন রোডে এই ঘটনা ঘটে। বাড়ি ভেঙে পড়ে প্রতিমা সাহা নামে এক মহিলার মৃত্যু হয়েছে। তাঁর ছেলেকে গুরুতর জখম অবস্থায় এনআর এস হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রায় শতবর্ষ প্রাচীন ওই বাড়ি নিয়ে শরিকদের মধ্যে বিবাদের জেরে সংস্কারের বালাই নেই। বাড়ির চারজন বাসিন্দার মধ্যে মা ও ছেলে ছিলেন সামনের অংশে। বাকি দু’জন পিছনের অংশে। ফলে আজ সকালে সামনের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পরলে মা ও ছেলের আঘাত গুরুতর হয়। এখন দমকল ও পাসভার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।
Previous Articleআজকের সোনা – রুপোর দর
Next Article আবার দেশে সংক্রমণের দৌড়
Related Posts
Add A Comment