কলকাতা ব্যুরো: রবিবার থেকে শুরু হওয়া নিম্নচাপের বৃষ্টি ভোগাতে পারে গোটা সপ্তাহ। আবহাওয়া দপ্তর আগামী বুধবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস আগেও দিলেও এদিন তা আরও বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে। সেক্ষেত্রে বৃষ্টির বেগ ও ঝড়ো বাতাস বুধ ও বৃহস্পতিবার দক্ষিনবঙ্গে তুঙ্গে উঠবে।
ইতিমধ্যে সমুদ্রে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দীঘা ও সুন্দরবন লাগোয়া উপকূল এলাকায় নাগরিকদের সতর্ক করতে নির্দেশ দেওয়া হয়েছে। যে সব জায়গায় বাঁধ ভেঙেছে সে সব এলাকার আশপাশের গ্রামগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। কিছু এলাকায় জরুরিভিত্তিতে জোড়াতালি দিয়ে মেরামত চলছে বাঁধের।