কলকাতা ব্যুরো: টানা বৃষ্টির আর প্রায় ৭০ কিলোমিটার বেগের দমকা বাতাসের সঙ্গে এখন লড়ছে মুম্বাই সহ মহারাষ্ট্রের একটা বড় অংশ। এই বাতাস সকাল পর্যন্ত চলবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী ফোন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে। বৃষ্টিতে রাজ্যের পরিস্থিতির খোঁজ নেন। কেন্দ্র সব রকম সহযোগিতার আশ্বাস দেয়।
সোমবার সন্ধে থেকে শুরু হওয়া বৃষ্টি তিনদিন পরে পিছু ছাড়া দূর, বেড়েছে আরও প্রবল বেগে। তারই সঙ্গে এ দিন বিকেলে থেকে শুরু হয় প্রবল ঝড়। ১০৭ কিলোমিটার পর্যন্ত সেই হাওয়ার দাপটে শহরের বহু এলাকায় গাছ পরে, চালা উড়ে লণ্ডভণ্ড শহর।
সন্ধের পর বাতাসের সেই দাপট কিছুটা কমেছে। তবে ঘন্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগের সেই হাওয়া চলবে রাত-ভর।
এই অবস্থায় নাগরিকদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। এ দিনও ট্রেন স্বাভাবিক চলতে পারেনি। বাসের অবস্থাও তথৈবচ।
মুম্বাইয়ের পাশাপাশি রত্নগিরি, থানে, নাগপুর, কোলাপুর, সাতারা, কুরলা, পালঘর, সংগলি সহ বেশ কয়েকটি জেলায় টানা বৃষ্টি ও এ দিন বিকেলের সাইক্লোনে লণ্ডভণ্ড অবস্থা। পরিস্থিতি সামাল দিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে বেশ কিছু জেলায় উদ্ধার কাজে নামানো হয়েছে।