Mainak Sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108

ভারত সহ বেড়েছে দ্রব্যমূল্যের দাম তাই আবারও বাড়তে পারে মার্কিন ফেড ও ভারতের আর বি আইয়ের ফিসক্যাল নীতি বা সুদের হার সেই চিন্তা কে মাথায় রেখে বিশ্ব বাজারের প্রভাবে নিফটি ও সেনসেক্স নিচের দিকে এলেও আশ্চর্য জনক ভাবে আবার বাজার দখল করে বুল রান। প্রায় ২৯৮ পয়েন্টের গ্যাপ আপ শুরু হলেও দিনের শেষে ১৮০০০ র এলাকা কে ধরেই থাকে নিফটি বন্ধ হয় ১৮ ,০০৪ র ঘরে ।

এই অদ্ভুত বুল রান আশা জাগায় যে নিফটির পরবর্তী লক্ষ হবে ১৮১০০ র দিকেই কারণ প্রতিদিনের চার্টে বুলিশ ক্যান্ডেল থাকলেও রয়েছে ৫০ এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের উপরে যা একটি আপট্রেন্ড নিশ্চিত করে। এই বুল রানের গতি ততক্ষন ইতিবাচক থাকবে যতক্ষণ নিফটি ১৭৭০০ নিচে না নেমে আসে। উচ্চতর প্রান্তে, সূচকটি ১৮ ,৬০০ -এর দিকে যেতে পারে, একবার যদি ১৮ ,১০০ -এর উপরে একটি নির্ধারক ব্রেকআউট প্রদান করে।

নিফটির বাকি শাখা গুলিও আজ ক্ষতি কে আবার তুলে ধরে নিফটি মিডক্যাপ ১০০ এবং স্মলক্যাপ ১০০ সূচক ০ .৩৩ শতাংশ এবং ০ .০৭ শতাংশ কমে শেষ হয়েছে। সবথেকে ক্ষতির সম্মুখীন হয় আইটি বিভাগ এর পরেই রয়েছে ফার্মা অয়েল গ্যাস ও অটো বিভাগ। ব্যাঙ্কিং ও আর্থিক পরিষেবাগুলিতে লাভ হয় সাথেই বেড়ে যাই এস বি আই।

আজ বাড়া কমার মধ্যেই অস্থির ছিল ইন্ডিয়া ভিক্স , প্রায় ৪.৬২ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮.২৮।

নিফটির থেকেও বেশি শক্তি দেখায় আজ ব্যাঙ্ক নিফটি প্রায় ৫৬৪ পয়েন্ট গ্যাপ ডাউন থেকে নিজেকে তুলে এনে ৫৩২ পয়েন্ট উপরে অর্থাৎ আজ ৪১৪০৫ র ঘরে নিজেকে নিয়ে যাই সূচক। একই দিনে ১০০০ পয়েন্টের গতি তার সাথে নিজেকে যদি ৪১২৫০ র উপরেই টিকিয়ে রাখে ও দিনের চার্টে বুলিশ ক্যান্ডেল নিয়ে যেতে পারে ৪১ ,৮২৯ এবং ৪২ ,০০০ দিকে ।

ইতিবাচক সেটআপ রয়েছে এফ সি এল (FCL ) বাজার দর ১১৩ লক্ষ হবে ১২৫ ট্রেড থেকে বেরিয়ে আস্তে হবে অর্থাৎ স্টপ লস ১১১ । এর পরেই ইতিবাচক ভাবে আজ ব্রেক আউট দিয়ে ৫৭১ র ঘরে বন্ধ হয় এস বি আই লক্ষ হবে ৫৮০ । ওয়াচ লিস্টের তৃতীয় স্টক কে পি আই টি রয়েছে ৬০৪ লক্ষ হবে ৬২০।

Share.
Leave A Reply

Exit mobile version