কলকাতা ব্যুরো: ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এফটিআইআই)র নতুন চেয়ারম্যান হচ্ছেন বিশিষ্ট পরিচালক ও অভিনেতা শেখর কাপুর। মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়। ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত ওই পদে থাকবেন তিনি।একইসঙ্গে এফটিআইআই সোসাইটির প্রেসিডেন্ট ও হচ্ছেন তিনি।
এফটিআইআই র চেয়ারম্যান ছিলেন ব্রিজেন্দ্র পাল সিং। ২০১৮ সালে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকার বলেন,কাপুর একজন অভিজ্ঞ চলচ্চিত্র পরিচালক। এফটিআইআই এবং সোশ্যাল মিডিয়াতেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।