কলকাতা ব্যুরো: করোনার দ্বিতীয় ঢেউয়ে আপনার বাড়িও আর নিরাপদ নয় করোনার জীবাণুর থেকে রক্ষা পেতে। তাই বর্তমান পরিস্থিতিতে ঘরের মধ্যে প্রত্যেককে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে যতটা সম্ভব নিকট আত্মীয়দের মধ্যে দূরত্ব রেখেই থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময় কোন আত্মীয়-পরিজন কে বাড়িতে আমন্ত্রণ না করা বা কারোর বাড়িতে না যাওয়াই সবচেয়ে ভালো পথ বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। নীতি আয়োগ এর সদস্য ডাক্তার ভি কে পল সোমবার এই সতর্ক করে বলেছেন, যেভাবে করোনার দ্বিতীয় ঢেউ ধাক্কা মেরেছে গোটা দেশকে, তাতে এখন বাড়ির মধ্যে মাস্ক ব্যবহার করা অত্যন্ত জরুরি।


গত পাঁচ দিনে দেশে সংক্রমণ বাড়ছে লাফিয়ে। গত ২৪ ঘণ্টায় তিন লক্ষ ৫২ হাজার ছাড়িয়ে গিয়েছে। এ রাজ্যে সংক্রমণ ওই একই সময়ে ১৬ হাজার ছুঁয়েছে। কিন্তু মৃত্যু এদিন গত ১৪ মাসের নিজের রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে একদিনে 63 জনের মৃত্যুর ঘটনা ছিল সবচেয়ে বেশি। কিন্তু এদিন রাজ্যে মারা গেছেন ৬৮ জন।
দেশে করণা আক্রান্তের সংখ্যার ৭৪ শতাংশ রয়েছে ১০ টি রাজ্যে। মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ , রাজস্থান, গুজরাট সংক্রমণে যথেষ্টই মাথাব্যথার কারণ হয়ে উঠেছে
সারাদেশে। বেশকিছু রাজ্যে অক্সিজেনের অভাব নিয়ে হইচই পড়ে গেলেও এ রাজ্যের স্বাস্থ্য কর্তারা নিশ্চিন্ত করছেন অক্সিজেনের অভাব হবে না বলে। তাদের দাবি, অন্যান্য রাজ্যের তুলনায় এরাজ্যে অক্সিজেনের সরবরাহ যথেষ্ট ভালো। এখানে পাইপলাইনে সরকারি হাসপাতালে সরবরাহের পরিমাণ যথেষ্টই বেশি। বেসরকারি হাসপাতালে অক্সিজেন এর সমস্যা হবেনা। তাই অযথা রাজ্যের মানুষকে আতঙ্কিত না হয়ে, গুজবে কান না দিতে পরামর্শ দিয়েছে নবান্ন।

Share.
Leave A Reply

Exit mobile version