কলকাতা ব্যুরো: ফ্রান্স, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ইংল্যান্ডে আগেই গিয়েছে। এবার সুইডেন। এবারের সবথেকে ছোট দুর্গা স্যানেটাইজার মেখে পারি দিচ্ছে সুইডেনে। উচ্চতা মেরেকেটে আড়াইফুট। ফাইবার দিয়ে তৈরি একচালা প্রতিমা বানানোর কাজ শেষ। চলছে চক্ষুদান পর্ব।
চলতি সপ্তাহেই রওনা হয়ে যাবে প্যাকিং হয়ে। আড়াই ফুট বাই তিন ফুটের দুর্গা কার্তিক, গণেশ, লক্ষী, স্বরস্বতী কে নিয়ে রওনা হবে জাহাজে চেপে। তাই এখন পটুয়াপাড়ায় চলছে মায়ের ফিনিশিং টাচ। দেখে কে বলবে এই মা মৃন্ময়ী নয়। মুখ জুড়ে লাবণ্যের ঢল, গায়ে জড়ির গয়না, শাড়ি। মাথায় পড়ানো হবে মুকুট, দশ হাতে দশ রকমের অস্ত্র নিয়ে দশ প্রহরনধারিনীকে সাজাচ্ছেন শিল্পী কৈশিক ঘোষ।
বিদেশে প্রবাসীদের পুজোর মন্ডপ ভরাতে কুমারটুলি থেকেই নেওয়া হয় মা দুগ্গাকে। তবে এবার উমার বিদেশ যাত্রার সংখ্যা বেশ কম। যে সমস্ত প্রবাসীরা গত বছর নভেম্বর, ডিসেম্বরে অর্ডার দিয়েছিলেন, সেই প্রতিমায় বিদেশে পাড়ি দেওয়া শুরু করেছে। করোনা ছড়ানোর পর থেকে নতুন করে আর কেউ প্রতিমার অর্ডার দেননি।