কলকাতা ব্যুরো: বুধবার রাতে শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়া থানা এলাকায় ডাম্পারের ধাক্কায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে ঘোষপুকুর এলাকা। প্রেমজিত সিং নামে যুবকের মৃত্যুতে ক্ষুব্ধ এলাকাবাসী চারটি ডাম্পারে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। দমকল আসার আগেই তিনটি ডাম্পার ভস্মীভূত হয়। খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়।
মাটিগাড়া থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষনে ডাম্পারগুলি পুড়ে ছাই হয়ে যায়। বেগতিক বুঝে আগেই ডাম্পারের চালকরা গা ঢাকা দেন। পরে পরিস্থিতি সামাল দিতে বাড়তি বাহিনী ঘটনাস্থলে গেলে অবশেষে অবস্থা নিয়ন্ত্রণে আসে। ঘাতক ডাম্পারের চালক দুর্ঘটনার পরেই পালিয়ে যায়।