কলকাতা ব্যুরো: সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে অনেকটাই উল্টো ছবি শহরের। বৃহস্পতিবার শহরের রাস্তা ছিল প্রায় শুনশান। কিন্তু শনিবার সকাল থেকেই রাস্তায় গাড়ি ও লোকের আনাগোনা ধরা পরেছে। লকডাউন চাক্ষুষ করতে গিয়ে বেপরোয়া গাড়ি পুলিশকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে বাইপাসে। এ দিন কলকাতার সঙ্গেই বিধাননগরেও লকডাউন ভাঙার প্রবণতা এ দিন নজরে পরেছে। এ দিন দুপুরে পর্যন্ত বিধাননগর পুলিশ ৬০ জনকে লকডাউন ভাঙার অভিযোগে গ্রেপ্তার করেছে। ১২ টি গাড়ি বাজেয়াপ্ত করেছে বিধাননগর সিটি পুলিশ।
Previous Articleলকডাউনে বেপরোয়া গাড়ির ধাক্কা পুলিশকে
Next Article রিভিউ দিল বেচারা –
Related Posts
Add A Comment