কলকাতা ব্যুরো: শান্তিনিকেতনে মেলা মাঠে পাঁচিল ঘেরা নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে স্থানীও বাসিন্দাদের গোলমালে আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন। রাজ্যপাল জগদীপ ধনখর ট্যুইট করে এ কথা জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী তাঁকে আইন শৃঙ্খলা নিয়ে আশঙ্কা না প্রকাশ করতে আস্বস্ত করেছেন।
পৌষ মেলার মাঠে পাঁচিল ঘেরা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয়দের গোলমাল এ দিন চরমে ওঠে সকাল থেকে। ওই মাঠে পাঁচিল দেওয়া ঠেকাতে বাসিন্দারা আন্দোলন শুরু করেছেন।