কলকাতা ব্যুরো: স্বাধীনতা দিবসের বিকেলে রাজভবনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের অনুপস্থিতি নিয়ে গতকালই টুইটারে তোপ দেগেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। ওই ঘটনায় তিনি স্তম্ভিত বলেও মন্তব্য করেছিলেন রাজ্যপাল। রাজ্যপালের ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় তাঁকে অর্ধশিক্ষিত, অসভ্য এবং সংবিধানের ঘাতক বলে মন্তব্য করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়।
তিনি বলেন, সকালে উনি কেন রাজভবনে গিয়েছিলেন এবং আপনাকে উনি কি বলেছিলেন, তা বুঝতেই পারেননি আপনি। জোকারের মতো আচরণ করে বিকেলের চায়ের আসরে ওনার নামে একটি খালি চেয়ার রেখেছিলেন। কল্যাণ আরো বলেন, অবশ্য আপনার বাধ্যবাধকতা আমরা বুঝি। সে কারণেই আপনি বিজেপির গৃহভৃত্যের মতো আচরণ করছেন।