কলকাতা ব্যুরো : দেশের কোনো করোনা প্রবন শহর থেকে বিমান এখনই কলকাতায় না নামাতে কেন্দ্রকে অনুরোধ করে চিঠি দিলো রাজ্য। রাজ্যের বক্তব্য, দিল্লি, মুম্বাই ,পুনে, নাগপুরের মতো করোনা প্রবন অঞ্চল থেকে কলকাতা বিমানবন্দরে বিমান আপাতত পাঠানো থেকে বিরত থাকুন কেন্দ্র। ভারত সরকারকে জানানো হয়, ১৫ আগষ্ট পর্যন্ত তারা যেনো কলকাতা বিমানবন্দরে কোনো বিমান না পাঠায়। বিমান পরিবহণ মন্ত্রক এক ট্যুইট বার্তায় এ কথা জানিয়েছে।
Previous Articleমরণের পরেও ভ্রান্তি বিলাসে সোমেন
Next Article সংকটে ফুয়াদ
Related Posts
Add A Comment