কলকাতা ব্যুরো: কলকাতা হাইকোর্ট আগেই ঘোষণা করলেও ১ সেপ্টেম্বর থেকে ফিসিক্যাল কোর্ট চালুর ঘোষণা করল দিল্লি হাইকোর্ট। তবে আপাতত পাঁচটি কোর্ট বসবে সরাসরি মামলার শুনানির জন্য। বাকি মামলা যেমন এখন ভিডিও কনফারেন্সে চলছে, তেমনই চলবে। তবে এরইমধ্যে নরম্যাল কোর্ট বন্ধের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট।
কলকাতা হাইকোর্ট আগেই ফিসিক্যাল কোর্ট চালুর অঙ্গ হিসেবে প্রথম দফায় পাঁচটি বেঞ্চ বসানোর কথা জানিয়ে ছিল। কিন্তু বাস্তবে তা শুরুর সময় আইনজীবীদের ভিড়ের বহর দেখে ভিডিও শুনানিতেই উৎসাহ দেয় হাইকোর্ট। তবে এখন একই মামলায় কোনো পক্ষ ভিডিও আবার কোন পক্ষ সরাসরি শুনানিতে অংশ নিচ্ছে।