সাতদিনের লকডাউন শুরু দার্জিলিংয়ে
কলকাতা ব্যুরো: দার্জিলিং পাহাড়ে সাতদিনের লকডাউনের প্রথম দিন সমস্ত দোকানপাট বন্ধ। একই ছবি দেখা গিয়েছে কালিম্পঙ, কার্সিয়াং, মিরিকের মতো শহরেও। যানবাহন তেমন চোখে পরেনি কোথাও। শহরগুলির রাস্তাও ছিল প্রায় জনমানবশূন্য। লোকজন রাস্তায় তেমন দেখা যায়নি l দার্জিলিং ম্যাল, মোটর স্ট্যান্ড থেকে চকবাজার-সবই ছিল ফাঁকা। শহরের বিভিন্ন পয়েন্টে নাকা চেকিং রয়েছে। এ ছাড়া শহরগুলিতে ঢোকা ও বেরোনোর রাস্তাতেও চেক পোস্ট করে নজর রাখছে পুলিশ। বিনা কারণে রাস্তায় বেরোলে ব্যাবস্থা নেওয়া হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।
রাজ্যে মার্চ মাসে করোনা ধরা পড়ার প্রথমদিকেই দার্জিলিং নজরে পরে যায়। বিমানে বাইরে থেকে আসা এক মহিলার মাধ্যমে বেশ কয়েকজনের মধ্যে রোগ ছড়িয়ে পড়ায় সতর্কতা জারি হয়। তার ফলও পাওয়া যায় কিছুদিনের জন্য। কিন্তু এখন আবার সেখানে সংক্রমণ ছড়াতে শুরু করেছে। পাহাড়ের দুই জেলায় এখন ৫৮২ জন আক্রান্ত। মারা গিয়েছেন ১৮ জন। এই অবস্থায় গোটা পাহাড় জুড়ে ফের কড়া লক ডাউন শুরু করেছে প্রশাসন।