কলকাতা ব্যুরো: কমপ্লিট লকডাউনের দিন রাজ্যে সংক্রমণ মৃত্যু, দুটোতেই রেকর্ড। একদিনে মৃত্যু ৬০-এর গণ্ডি পেরিয়ে ৬১। সংক্রমণ ২,৮১৬। মোট আক্রান্তের সংখ্যা লাফিয়ে উঠল ৮০ হাজারের ওপর।

বুধবার পর্যন্ত সংখ্যাটা ৮৩,৮০০। মৃত্যুতে কলকাতাতেও আজ রেকর্ড। একদিনে ২৫ জনের মৃত্যু। কলকাতায় সংক্রমণ সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত ৬৬৫ জন। সংক্রমণে আজ কলকাতাকে টেক্কা দিল উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত ৭০৯ জন। এই জেলায় একদিনে মৃত্যু হয়েছে ১৩ জনের।

হাওড়ায় সংক্রমণ কম থাকলেও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। একদিনে মারা গিয়েছেন ৯ জন। নমুনা পরীক্ষা অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত ২৫ হাজারের কাছাকাছি। বুধবার করোনা টেস্ট হয়েছে ২৪,০৪৭ জনের। ফলে রাজ্যে মোট টেস্ট ১০ লক্ষের বেশি এখন। সুস্থতার হার এদিনও ৭০ শতাংশের বেশি। এখনও পর্যন্ত রাজ্যে করোনা মুক্ত হলেন ৫৮,৯৬২ জন।

Share.
Leave A Reply

Exit mobile version