কলকাতা ব্যুরো: রাজ্যে আজও স্থিতিশীল সংক্রমণ। এই নিয়ে পরপর তিনদিন দৈনিক সংক্রমণ প্রায় এক জায়গায় দাঁড়িয়ে আছে।দৈনিক মৃত্যুর সংখ্যাও তাই। বরং সুস্থতার হার বেড়েছে।
কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেও স্থিতিশীলতা দেখা যাচ্ছে। রাজ্যে আজ সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৩.২৫। একদিনে প্রায় আড়াই হাজার মানুষ আজ করোনা মুক্ত হলেন। ফলে রাজ্যে এপর্যন্ত সুস্থ হলেন সাড়ে ৭৮ হাজারেরও বেশি লোকের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২,৯৯৭ জন। ফলে মোট আক্রান্ত এখনও পর্যন্ত ১,০৭,৩২৩।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃতের সংখ্যা ৫৬। এতে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২,২৫৯। কলকাতায় আজ করোনা আক্রান্ত হয়েছেন ৬৬৬ জন, উত্তর ২৪ পরগনায় ৫৮২ জন। এর ফলে কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৩০,৪৭০। উত্তর ২৪ পরগনায় ২২,৮৬১। কলকাতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের, উত্তর ২৪ পরগনায় ১২ জনের। হাওড়াতেও আজ হঠাৎ মৃত্যু বেড়েছে। একদিনে ১২ জনের মৃত্যু। আক্রান্ত ২২৯ জন। করোনা পরীক্ষাও এদিন অনেক বেশি। ৩০ হাজারের বেশি। করোনা টেস্ট হয়েছে ৩০,০৩২ জনের। ফলে রাজ্যে করোনা টেস্ট ১২ লক্ষ ছাড়ালো।
Previous Articleবিশ্ব হাতি দিবসের পর বাঁহাতি দিবস আজ
Next Article তাণ্ডবে নাম জড়ালো দশরথের
Related Posts
Add A Comment