কলকাতা ব্যুরো: সত্যিই আশ্চর্য। ছয় সপ্তাহ ধরে করোনা পরিস্থিতি এক জায়গায় দাঁড়িয়ে থাকা যেমন রহস্য, তেমনই সংক্রমণ কম অথচ মৃত্যু বেশি, এই পরিস্থিতিরও ব্যাখ্যা জানা নেই আমাদের।
হাওড়া, পূর্ব মেদিনীপুরে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ তুলনায় কম, কিন্তু সেই তুলনায় মৃত্যু অনেক বেশি। হাওড়ায় আক্রান্ত হয়েছেন ১৮৯ জন, সংক্রমণ মুক্ত হয়েছেন ১৯৭ জন, অথচ চলে গেল ৯ জনের প্রাণ। পশ্চিম মেদিনীপুরে এই সময়ে আক্রান্ত ১২৯, সংক্রমণ মুক্ত ৪৭, অথচ মৃত ৭।
আবার যে জেলাটি গত ৬ সপ্তাহ ধরে সংক্রমণ তেমন উদ্বেগজনক ছিল না, এখনও নয়, কিন্তু হঠাৎ গত ২৪ ঘণ্টায় মারা গেলেন ১০ জন। জেলাটির নাম দক্ষিণ ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২১১, সংক্রমণ মুক্ত ২৩২। এসব কেন হচ্ছে, তা বোধগম্য নয়। অন্যদিকে, সংক্রমণ না কমলেও উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় হঠাৎ মৃত্যু কমে ৫ হয়ে গিয়েছে।
অথচ এই জেলায় মৃত্যু ১০-এর নিচে নামতই না এতদিন। এই জেলায় গত ২৪ ঘণ্টাতেও আক্রান্ত ৬৭০, সংক্রমণ মুক্ত ৫৩৪। রাজ্যে গত ২৪ ঘণ্টার সংক্রমণ আগের দিনের চেয়ে ৪ বেশি। সংখ্যাটা ৩,১৮৫। এই সময়ে সুস্থ হয়েছেন ২,৯৪৬, আগের দিনের চেয়ে ৫১ কম। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এখন ২,৪৭,৪২৫, সংক্রমণ মুক্ত ২,১৬, ৯২১। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত ৬০।
রাজ্যে এর ফলে মৃতের মোট পরিসংখ্যান দাঁড়াল ৪,৭৩১। অন্যান্য জেলার মধ্যে হুগলিতে ২, পূর্ব বর্ধমানে ২, বীরভূমে ২ ও পূর্ব মেদিনীপুরে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১ জন করে মৃত্যু হয়েছে নদিয়া ও ঝাড়গ্রামে।
Previous Articleফেংশুই এবং স্বাস্থ্যের ওপর এর প্রভাব
Next Article উত্তরে কোচবিহারে করোনা মাথাব্যাথা
Related Posts
Add A Comment