কলকাতা ব্যুরো: সুস্থতার হার রাজ্যে ৮০ শতাংশের বেশি। তাতেও সংক্রমণ কিন্তু নিম্নমুখী নয়। পরিস্থিতি স্থিতিশীল হলেও দৈনিক আক্রান্তের সংখ্যা বরং সামান্য বেড়েছে বুধবারের চেয়ে।
গত ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্ত হয়েছেন ২,৯৯৭ জন। এর ফলে রাজ্যে মোট সংক্রমণ দেড় লক্ষ পার হয়ে গেল। রাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫০,৭৭২। দৈনিক সুস্থতা যথারীতি দৈনিক সংক্রমণের চেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩,১৮৯ জন। রাজ্যে এর ফলে সুস্থ হয়ে উঠলেন মোট ১,২১,০৪৬ জন। সুস্থতার হার আজ ৮০.২৮।
দৈনিক মৃত্যুও স্থিতিশীল। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৫৩। তবে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা নিঃশব্দে ৩ হাজার পার হয়ে গেল। আজ পর্যন্ত রাজ্যে মোট মৃত্যু ৩,০১৭ জনের। কলকাতা সহ জেলাগুলিতেও পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল বলা চলে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি ও হাওড়ায় অবশ্য দৈনিক মৃত্যু তুলনায় বেশি। এই চার জেলায় একদিনে মৃত্যু হয়েছে যথাক্রমে ১৬,১০,৭ ও ৫ জনের।
কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭১, সুস্থ ৭৭০ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৬৭৩ ও সুস্থ ৭১১। হুগলি ও হাওড়ায় একদিনে আক্রান্ত ১৩৪ ও ১৫৮ জন। একই সময়ে এই দুই জেলায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৩৪ ও ১৩৬। এছাড়া দক্ষিণ ২৪ পরগণায় আক্রান্ত ১৩৬, সুস্থ ২৩৫ ও মৃত ২ জন। পূর্ব মেদিনীপুরে আক্রান্ত ২০২, সুস্থ ১২২, মৃত ২। বাঁকুড়ায় আক্রান্ত ও সুস্থ যথাক্রমে ৪৬ ও ৬৭, মৃত্যু ২ জনের।
নদিয়াতেও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬০, সুস্থ ৭০। মুর্শিদাবাদে আক্রান্ত ৬৩, সুস্থ ৯৯, মৃত্যু ১। পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত, সুস্থ ও মৃত যথাক্রমে ১১২,২৪ ও ১। রাজ্যে আজ করোনা টেস্টে নতুন রেকর্ড। ২৪ ঘণ্টায় ৪২,৪৭৪ জনের পরীক্ষা হয়েছে। এর ফলে মোট টেস্ট ১৭ লক্ষ ছাড়িয়ে হল ১৭,১৬,৬০৭।