কলকাতা ব্যুরো: কোচবিহারেও দৈনিক করোনা সংক্রমণ কমল। ফলে উত্তরবঙ্গের সব জেলাতেই করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে বলা যায়। মৃত্যু কমেছে, কিন্তু সংক্রমণের তুলনায় একটু বেশিই। ৩ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।
২ জন আলিপুরদুয়ারের, ১ জন জলপাইগুড়ির। দৈনিক আক্রান্তের পরিসংখ্যান হল, কোচবিহার ৬৮, জলপাইগুড়ি ৫৭, দার্জিলিং ৫৪, আলিপুরদুয়ার ৫৪, মালদহে ৫০ ও দক্ষিণ দিনাজপুরে ৩৮।