কলকাতা ব্যুরো: সংক্রমণ দেশে আরও কমলো বটে, কিন্তু বিশ্বের শীর্ষস্থান ধরেই রাখলো। টানা ১৯ দিন দৈনিক সংক্রমণে বিশ্বের প্রথম স্থান দখল করে আছে। দৈনিক মৃত্যুর সংখ্যাতেও এখন বিশ্বে এক নম্বরে ভারত।
গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু আগের দিনের তুলনায় বেড়েছে, তবে কমেছে সংক্রমণের সংখ্যা। এই সময়ে ৬০,৯৭৫ জন করোনা পজিটিভের হদিস মিলেছে। আর মৃত্যু হয়েছে ৮৪৮ জনের। মৃত্যুর হার আজ ১.৮৪। দেশে মঙ্গলবার পর্যন্ত করোনার বলি ৫৮,৩৯০। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩১,৬৭,৩২৩। সুস্থতার হার আজ ৭৫.৯১।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৬,৫৫০ জন। এই সংখ্যাটা গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যার চেয়ে সামান্য বেশি। দেশে আজ পর্যন্ত সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন মোট ২৪,০৪,৫৮৫ জন। সুস্থদের এই সংখ্যা বৃদ্ধি এবং সংক্রমণে সামান্য রাশ সত্ত্বেও অবশ্য এখন নিশ্চিন্ত বোধ করার মতো সময় আসেনি। সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে এক নম্বরে থেকে যাওয়া মোটেই ভালো অবস্থা বলা যাবে না।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের কেউ কেউ অবশ্য বলতে শুরু করেছেন, আর দেড় মাস অর্থাৎ অক্টোবরের গোড়া থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করবে। যদিও করোনা নিয়ে নানা পরস্পর বিরোধী তথ্য ও মন্তব্যের ভিড়ে এখন মানুষের মানসিক অবস্থা হল, “না আঁচালে বিশ্বাস নেই।”