কলকাতা ব্যুরো: দৈনিক করোনা সংক্রমণে ফের রেকর্ড দেশে। একদিনে আক্রান্তের সংখ্যা অবশেষে শুধু ৫০ হাজার পার করে একলাফে সংখ্যাটা পৌঁছলো ৫২,১২৩। মোট সংক্রমণ প্রায় ১৬ লক্ষ। সংখ্যাটা ১৫,৮৩,৭৯২। এর আগে গত প্রায় পাঁচ দিন সংক্রমন ৫০ হাজারের নিচেই আটকে থাকায় কিছুটা স্বস্তি দিচ্ছিলো নাগরিকদের। কিন্তু এবার এদিন থেকে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী।