কলকাতা ব্যুরো: অমিত শাহের কারণে চিহ্নিত হওয়ায় এবার কংগ্রেস নিশানা করেছে মোদিকে। কংগ্রেস প্রশ্ন তুলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে কোয়ারান্টিনে যাবেন? প্রধানমন্ত্রী বলে তাঁর জন্য কি অন্য নিয়ম হবে?
আবার শাহের সঙ্গে কয়েকদিন আগে সাক্ষাৎ করে এ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী দেবশ্রী চৌধুরীও। এ দিন জানা গিয়েছে তিনি হোম আইসোলেশনে গেলেন। তিনি জানিয়েছেন, দিল্লির বাড়িতে তিনি একাই থাকেন। তাই আইসোলেশনে থাকতে তাঁর সমস্যা নেই।