কলকাতা ব্যুরো : গতকাল গভীর রাতে বেলভিউ নার্সিং হোম এ হৃদরোগ এ আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রা। মৃত্যু কালে তার বয়েস হোয়েছিল ৭৮ বছর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতীক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।
কিডনী ও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তাকে হাসপাতাল এ ভর্তি করা হয়। দুদিন আগেও তার ডায়ালিজিস হয়েছিল । অনেকদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন সোমেন বাবু। দিল্লি র এইমস এ চিকিৎসাধীন ছিলেন।
প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গেছে তার শেষকৃত্য নিমতলা মহা শশ্মানে সম্পন্ন হবে। তার আগে তার মৃতদেহ সকাল সাড়ে নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিধান ভবন এ শায়িত থাকবে। এর পর তার মরদেহ বিধানসভা নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তার বাড়ি হয়ে নিমতলা শ্মশানের উদ্দেশ্যে রওনা হবে।
তার মৃত্যু তে গভীর শোক জ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানান , ‘ সোমেন মিত্র আর নেই এটা ভাবতে পারছি না। বাংলার একটা অধ্যায় সমাপ্ত হলো। আমার রাজনৈতিক অভিভাবক, আমাকে জনপ্রতিনিধি করার মূল কারিগর সোমেন দা হারিয়ে আমি দুঃখে কাতর ও বেদনাহত হলাম।
রাহুল গান্ধী তার টুইট বার্তায় সোমেন মিত্র র পরিবার কে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ও সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।