কলকাতা ব্যুরো: আজ অঙ্গ দান দিবস। এই কাজে মানুষকে আরও বেশি করে এগিয়ে আসার জন্য আহবান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, এ রাজ্য অঙ্গ দানে উৎসাহ দিয়ে এসেছে। এখানে অঙ্গ প্রতিস্থাপন দ্রুত করতে গ্রীন করিডোর ব্যাবস্থা করে নতুন জীবন দেওয়ার চেষ্টা হয়েছে।
এই অঙ্গ দানের ক্ষেত্রে তিনি নিজেও যে একজন সৈনিক তা জানালে মুখ্যমন্ত্রী, বহুদিন আগেই নিজের চোখ দান করে রেখেছেন জানিয়ে।
