কলকাতা ব্যুরো: রাতে মায়ের পাশ থেকে হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল আট মাসের ছোট্ট খুশী খাতুন। ভোরে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের মাঠে মেলে তার দেহ। সুবোধ মল্লিক স্কোয়ারের ফুটপাতে থাকে খুশীর পরিবার। ময়নাতদন্ত জানা গিয়েছে, আতঙ্কে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। ছোট্ট খুশির হামাগুড়ি দিয়ে এদিক ওদিক চলে যাওয়ার কথা প্রাথমিক ভাবে জানতে পেরেছিল পুলিশ। কিন্তু রাতের শহরে ঘুমন্ত শিশু কেউ তুলে নিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছিল না পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে পুলিশের ধারণা হামগুড়ি দিয়ে ওই শিশু ৪০-৫০ ফুট দূরে পার্কের মধ্য চলে আসে রাতে। সেখানে মুখ থুবড়ে পড়ে দমবন্ধ হয়ে মৃত্যু হয় তার। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে পার্কের নিরাপত্তারক্ষীদের।
Previous Articleএবার মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা
Next Article ভেন্টিলেশনে শ্যামল চক্রবর্তী
Related Posts
Add A Comment