কলকাতা ব্যুরো: ফের বোলপুরে সিবিআই হানা। রবিবার বিদ্যুৎ বরণ গায়েন নামে এক ব্যক্তির বাড়িতে রবিবার পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধি দল। বিদ্যুৎ গায়েন বোলপুর পুরসভার এক সাধারণ কর্মী কিন্তু, সিবিআই সূত্রে খবর অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের দুটি সংস্থার ডিরেক্টর হিসেবে তাঁর নাম উঠে এসেছে। বোলপুরে বিদ্যুৎ গায়েনের প্রাসাদ সমান একটি বাড়ি রয়েছে। রবিবার দুপুরে সেখানেই হানা দেন সিবিআই আধিকারিকরা। চলে ঘর বন্ধ করে তল্লাশি। তবে এদিন শুধু বিদ্যুৎবাবুর প্রাসাদ সমান বাড়িতেই নয়, অদূরে তাঁর আরও একটি বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে তল্লাশি। তবে বাড়িতে পাওয়া যায়নি বিদ্যুৎবাবুকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে চিকিৎসার জন্য কলকাতায় রয়েছেন তিনি।
বিদ্যুৎবাবু বোলপুর পুরসভার কর্মী হলেও, ২০১১ সালের পর থেকেই তিনি ধীরে ধীরে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। সম্প্রতি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত। তারপরই বিদ্যুৎ বরণ গায়েনকে জিজ্ঞাসাবাদ করে তদন্তের আরও শিকড়ে পৌঁছতে চাইছে সিবিআই।
জানা যাচ্ছে, বিদ্যুৎ বরণ গায়েনকে একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ওই সংস্থাগুলিতে ডিরেক্টর হিসেবে বিদ্যুৎবাবুর ভূমিকা কি ছিল? এই সংস্থাগুলি কবে তৈরি করা হয়েছিল? এগুলির কাজ কী ছিল? কিভাবে বিনিয়োগ করা হয়েছিল এই সংস্থাগুলিতে? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। উল্লেখ্য, এই সংস্থাগুলির সঙ্গে গরু পাচারের টাকা ঘুরপথে সাদা করানোর কোনও ছক ছিল কি না সেই সমস্ত উত্তর জানার চেষ্টা করছে সিবিআই।